Question:খাদ্য ও খাদকের সম্পর্কটিকে কী বলে? ঘাস, গরু, দুধ, মাংস ও মানুষের মধ্যেকার সম্পর্কটিকে তিনটি বাক্যে প্রকাশ কর। মানুষের খাবার কোথা থেকে আসে?
Answer খাদ্য ও খাদকের সম্পর্কটিকে খাদ্য শিকল বলে। গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। গরু থেকে আমরা দুধ ও মাংস পাই। দুধ ও মাংস আমাদের খাদ্যের অতি প্রয়োজনীয় উপাদান। মানুষের খাবার আসে উদ্ভিদ ও প্রাণী থেকে।
+ Report
khadojo khadoker shomoparoktike ki bole? ghasho, garu, dudh, mangsho o manusher modhekar shomoparoktike tinti bakje prokasho karo. manusher khabar kotha theke ashe?