Question:মানুষ, পশুপাখি, গাছপালা এদের সবারই জীবন আছে। এদের ২টি বৈশিষ্ট্য লিখ। এদের বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন ৩টি উপাদানের কাজ লেখ। 

Answer মানুষ, পশুপাখি, গাছপালা-এদের সবারই জীবন থকায় এরা জীব। এদের দুটি বৈশিষ্ট্য হলো: ১. জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। ২. জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ৩টি উপাদানের কাজ হলো- ১. খাদ্যের গ্রহণের ফলে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। ২. খাদ্য তৈরি করতে উদ্ভিদ পানি ব্যবহার করে। ৩. বাতাসের `CO_2` কে কাজে লাগিয়ে উদ্ভিদ খাবার তৈরি করে। 

+ Report
Total Preview: 755
manush, pashupakhi, gachopala ader shobaroi jibon ache. ader ২ti boishishtjlikh. ader beঁche thakar janno proyojon amon ৩ti upadaner kajo lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd