Question:কিসের সাহায্যে উদ্ভিদ মাটিতে আটকে থাকে? উদ্ভিদের ৪টি বৈশিষ্ট্য লেখ। 

Answer মূলের সাহায্যে উদ্ভিদ মাটিতে আটকে থাকে। উদ্ভিদের ৪টি বৈশিষ্ট্য: ১. এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। ২. নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ৩. বৃক্ষ উদ্ভিদের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। ৪. কাণ্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়। 

+ Report
Total Preview: 840
kisher shahajje udovedmatite atke thake? udoveder ৪ti boishishtjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd