Question:পদার্থের ৫টি বৈশিষ্ট্য লেখ।
Answer পদার্থের ৫টি বৈশিষ্ট্য হলো- ১. পদার্থের আকার, আকৃতি ও আয়তন আছে। ২. এর ওজন আছে এবং জায়গা দখল করে । ৩. এটি ভারী বা হালকা হয়। ৪. এটি নরম বা শক্ত হয়। ৫. কিন্তু পদার্থ তাদের অবস্থারও পরিবর্তন করতে পারে।
+ Report
padarother ৫ti boishishtjlekh.