Question:আমরা কীভাবে পানির অপচয় রোধ করতে পারি? 

Answer আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। যেমন- ১. কাপড় ধোয়ার সময় পানির কল অনবরত চালু না রেখে, ২. পানির কল শুধুমাত্র প্রয়োজনের সময় খোলা রেখে, ৩.বেসিনে দাঁত ব্রাশ করার সময় কল অনবরত খুলে না রেখে, ৪. হাত-পা ধোয়ারি সময় অতিরিক্ত পানি ব্যবহার না করে। 

+ Report
Total Preview: 10731
amora kivabe panir opachy rodh karote pari?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd