Question:রিতু দাঁত ব্রাশ করার সময় ও গোসল করার সময় পানির কল অনেকক্ষণ ছেড়ে রাখে। তার মা তাকে বলল এতে পানি অবচয় হয়। এ ধরনের অপচয় রোধে রিতুর তিনটি করণীয় লিখ। 

Answer পানির অপচয় রোধে রিতুর করণীয় তিনটি কাজ হলো- ১. বিনা প্রয়োজনে পানির কল ছেড়ে না রাখা। ২. দাঁত ব্রাশ করার পর, পানির কল চালু করা। ৩. ব্যবহারের পর সাথে সাথে কল বন্ধ করে দেয়া। জীবন ধারণে নিরাপদ পানির ২টি গুরুত্ব হলো- ১. পানের উপযোগী নিরাপদ পানির খুব অভাব রয়েছে। ২. নিরাপদ পানি শেষ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের জীবনধারণ কঠিন হয়ে পড়বে। 

+ Report
Total Preview: 799
ritu daঁt brasho karar shomoy o goshol karar shomoy panir kal onekkhn cheড়ে rakhe. tar ma take boll ate pani obochy hoyo. a dhroner opachy rodhe ritur tinti karoniy likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd