Question:বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কী? 

Answer বেলে মাটির বৈশিষ্ট্যগুলো হলো: ১. এ মাটির রং সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের। ২. এ মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। ৩. এ মাটি সাধারণত শুকনা এবং দানাময় হয়ে থাকে। ৪. এ মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। 

+ Report
Total Preview: 6356
bele matir boishishtjogulo ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd