Question:দোআঁশ মাটি ও এঁটেল মাটির মধ্যে দুইটি পার্থক্য লেখ।
Answer দোআঁশ মাটি ও এঁটেল মাটির মধ্যে দুইটি পার্থক্য হলো- দোআঁশ মাটি- ১. এ মাটির রং কালো। ২. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। এঁটেল মাটি- এ মাটি সাধারণত লালচে রঙের হয়। ২. এ মাটিতে দোআঁশ মাটির মত বালু, কাদা এবং হিউমাস একত্রে থাকে না।
+ Report
doaঁsho mati o aঁtel matir modhe duiti parothokjlekh.