Question:ধান, গম কোন মাটিতে ভালো হয়? এ মাটির চারটি বৈশিষ্ট্য লেখ। যে মাটিতে বালি, কাদা ও হিউমাস থাকে সে মাটির নাম ও রং কী? 

Answer ধান, গম সাধারণত দোআঁশ মাটিতে ভালো হয়। দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো- ১. এ মাটির রং কালো। ২. এই মাটির কণাগুলো বিভিন্ন আকারের। ৩. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। ৪. এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না। 

+ Report
Total Preview: 890
dhan, gamo kon matite valo hoyo? a matir charoti boishishtjlekh. je matite bali, kada o hiumasho thake she matir namo o rong ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd