Question:করিম মিয়ার জমিতে খুব বেশি তরমুজ হয়েছে। এ জমিতে কী মাটি রয়েছে? এ মাটির দুটি বৈশিষ্ট্য লেখ। এমন মাটিতে জন্মে আরও দুটি ফসলের নাম লেখ। 

Answer এ মাটিতে বেলে মাটি রয়েছে। বেলে মাটির ২টি বৈশিষ্ট্য হলো: ১. বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। ২. বেলে মাটি শুকনো ও দানাদার হয়ে থাকে। এ মাটিতে জন্মে এমন দুটি ফসলের নাম হলো: ১. চিনাবাদাম ২. ফুটি 

+ Report
Total Preview: 996
krimo miyar jamite khubo beshi toromujo hoyeche. a jamite ki mati royeche? a matir duti boishishtjlekh. amon matite jammaে aroo duti phosholer namo lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd