Question:তুমি বেঁচে আছ বায়ুর একটি উপাদানের জন্য। উপাদানটির ৪টি প্রয়োজনীয়তা লেখ।
Answer উপাদানটি হলো বায়ুর অক্সিজেন। উপাদানটির ৪টি প্রয়োজনীয়তা হলো- ১. উদ্ভিদ যে অক্সিজেন ছেড়ে দেয় প্রাণী তা শ্বাস-প্রশ্বাসের সাথে গ্রহণ করে। ২. এ গ্যাসটি কোন কিছু জ্বলতে সহায়তা করে। ৩. হাঁপানী বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। ৪. এছাড়াও ডুবুরীরা পানির নিচে কোনো অনুসন্ধান চালাতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার ব্যবহার করে।
+ Report
tumi beঁche acho bayoুr akti upadaner janno. upadantir ৪ti proyojoneyota lekh.