Question:আমরা বায়ু কীভাবে ব্যবহার করি? 

Answer আমাদের জীবনে বায়ুর ব্যবহার- অক্সিজেন : জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন মাস্কের সাহায্যে রোগী শ্বাস গ্রহণ করে। অক্সিজেন ছাড়া রান্না করা যায় না। কার্বন ডাইঅক্সাইড: উদ্ভিদের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। এই গ্যাস, আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার করা হয়। সোডা জাতীয় কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা হয়। নাইট্রোজেন : উদ্ভিদের বৃদ্ধির জন্য, ব্যবহৃত সারে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। 

+ Report
Total Preview: 682
amora bayoু kivabe babohar kari?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd