Question:পুষ্টি উপাদানগুলোর কাজ কী? 

Answer পুষ্টি উপাদানগুলোর কাজ- আমিষ : আমাদের দেহ গঠন করে। দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি এবং রক্ষণাবেক্ষণে আমিষের প্রয়োজণ। শর্করা: কাজ করা জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা সরবরাহ করে। চর্বি: শক্তি যোগান, দেহ গরম রাখা ও দেহ গঠনে চর্বির প্রয়োজন। ভিটামিন ও খনিজ লবণ: দেহকে কর্মময়, সুস্থ রাখা এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজন। 

+ Report
Total Preview: 884
pushti upadangulor kajo ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd