Question:আমরা কেন অসুস্থ হই তা পাঁচটি বাক্যে লেখ। 

Answer সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। দূষিত খাবার খেলে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। এমনকি ময়লা হাতে চোখ, মুখ ও নাক ধরলে এসব জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। দেহের ভেতর বংশবিস্তার করে। ফলে আমরা অসুস্থ হই। 

+ Report
Total Preview: 691
amora ken oshushotho hoi ta paঁchti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd