Question:তুমি দরজার হাতল ধরলে। এত করে তুমি রোগজীবাণু গ্রহণ করলে। এভাবে ছড়িয়ে পড়ার আরও ২টি উপায় লেখ। এ জীবাণু রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কী? 

Answer রোগ জীবাণু এভাবে ছড়িয়ে পড়ার আরও দুটি উপায় হলো- ১. হাঁচ-কাশির মাধ্যমে বাতাসে জীবাণু ছড়ায়। ২. পোকামাকড়ের মাধ্যমেও রোগজীবাণু ছড়ায়। আমার হতে পারে এমন ২টি রোদের নাম হলো- ১. ডায়রিয়া, ২. আমাশয়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো্ উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। 

+ Report
Total Preview: 789
tumi dorojar hatl dhrole. at kare tumi rogjibanu grhon karole. avabe choড়িye paড়ar aroo ২ti upay lekh. a jibanu rog protirodher shobocheye valea upay ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd