Question:ইঞ্জিন আবিষ্কার মানুষের জীবনকে যেভাবে সহজ করেছে তা পাঁচটি বাক্যে লেখ। 

Answer ইঞ্জিন আবিষ্কারের ফলে মোটরগাড়ি ও দ্রুতযান তৈরি হয়। এগুলো অল্প সময়ে অনেক দূরে যেতে পারে। আগে পালতোলা নৌকা বা ঘোড়ার গাড়ি দিয়ে দূরে যেতে বেশি সময় লাগত। এখন তা খুব অল্প সময়ে সম্ভব। এভাবেই ইঞ্জিন আবিষ্কার মানুষের জীবনকে সহজ করেছে। 

+ Report
Total Preview: 982
iঞgin abishkar manusher jibonke jevabe shohojo kareche ta paঁchti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd