Question:রনির দাদা ঘোড়ায় চড়ে যাতায়াত করতো। এটি কোন ধরনের প্রযুক্তি? ইঞ্জিন আবিষ্কারের ফলে এ প্রযুক্তিকে বিরাট উন্নতি ঘটার ৪টি কারণ লেখ। 

Answer ঘোড়ায় চড়া-যাতায়াত প্রযক্তি। ইঞ্জিন আবিষ্কারের ফলে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের ৪টি কারণ নিম্নরূপ- ১. ইঞ্জিনের উদ্ভাবনের পর জাহাজ ও অন্যান্য জলযান আবিষ্কৃত হয়। ২. চাকা ও ইঞ্জিন উদ্ভাবনের পর রেলগাড়ি, মোটরগাড়ি ও উড়োজাহাজের আবিষ্কার হয়। ৩. এর ফলে খুব সহজে ও দ্রুত অনেক দূরে যাওয়া যায়। ৪. এ জন্যেই আজ পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন সম্ভব হচ্ছে। 

+ Report
Total Preview: 796
ronir dada ghoড়ay chড়ে jatayat karoto. ati kon dhroner projukti? iঞgin abishkarer phole a projuktike birat unnoti ghtar ৪ti karon lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd