Question:প্রযুক্তি কী? শিক্ষার প্রসারে দুটি উদ্ভাবনী প্রযক্তির উল্লেখ কর। কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য দুটি প্রযুক্তির ব্যবহার লেখ। 

Answer আমাদেরে কাজে লাগে এমন কোন যন্ত্র, হাতিয়ার বা পদ্ধতিকে প্রযুক্তি বলে। শিক্ষার প্রসারে ব্যবহৃত দুটি উদ্ভাবনী প্রযুক্তি হলো- লেখার জন্য কাগজের উদ্ভাবন ও ছাড়ানোর জন্য মুদ্রণযন্ত্রে উদ্ভাবন। কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তির ২টি ব্যবহার হচ্ছে- ১. জমি চাষে ট্রাক্টর ২. পানি সেচের জন্য সেচপাম্পের ব্যবহার। 

+ Report
Total Preview: 1164
projukti ki? shikhar proshare duti udovabone projoktir ullakh karo. krishi kkhetre phoshol utpadon briddhir janno duti projuktir babohar lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd