Question:খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্য কর। 

Answer আমরা জানি যে, সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে একজীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাই খাদ্য শৃঙ্খল। এখানে সাপ ও ঈগল খাদ্য শৃঙ্খলের অন্যান্য নিচু শক্তির প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন: ঈগল ব্যাঙ, ইঁদুর, কাঠবিড়ালি ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। অনুরূপভাবে সাপও ব্যাঙ, ইদুর, কাঠবিড়ালি ও অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই একটি খাদ্যশৃঙ্খলে সাপ এবং ঈগল একই রকম। 

+ Report
Total Preview: 2076
khadojosriঙkhle kivabe shap abong egl aki rokmo ta baakhjkaro.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd