Question:উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উদ্ভিদ কীভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ লেখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের ৩টি উপায় লেখ। 

Answer উদ্ভিদ সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে সে খাদ্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের ৩টি উপায় হলো- ১. ঘরবাড়ি, রাস্তাঘাট, শিল্পকারখানা তৈরি করার সময় গাছপালা কাটা বন্ধু করা। ২. ইটের ভাটায় ইট পোড়ানোর ক্ষেত্রে গাছাপালার কাঠ ব্যবহারের পরিবর্তে অন্য জ্বালানি ব্যবহার করা। ৩. এলাকার সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপণে উৎসাহিত করতে হবে। 

+ Report
Total Preview: 1439
udovedkon prokriyay khadojtoiri kare? udovedkivabe pranike shahajojkare tar akti udahoron lekh. paribesher varoshamojrokhay tomar alakay udovedshongrokhner ৩ti upay lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd