Question:বেঁচে থাকার জন্য মানুষ কীসের ওপর নির্ভর করে? এই নির্ভরশীলতা সম্পর্কে চারটি বাক্য লেখ। 

Answer বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। ১. মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু, পান করার জন্য পানি, ২. প্রয়োজনীয় পুষ্টির জন্য, ৩. ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মাটি প্রয়োজন। ৪. এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান, আবসাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। এই সবকিছুই জড় বস্তু, যার উপর মানুষ নির্ভর করে। 

+ Report
Total Preview: 1669
beঁche thakar janno manush kisher opar nirvr kare? ai nirvroshilta shomoparoke charoti bakjlekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd