Question:রনি বাগানে হাটার সময় দেখলো পোকা ঘাস খাচ্ছে, বাগানের ব্যাঙ আবার পোকা খাচ্ছে, এখানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের প্রক্রিয়াকে কী বলে? এরূপ শক্তি প্রবাহ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। এই প্রক্রিয়া একত্রিত হয়ে কী তৈরি করে? 

Answer পোকামাকড় ঘাস খেয়ে বাঁচে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল। নিচে খাদ্যশৃঙ্খলের উদাহরণ দেওয়া হলো- ১. মানুষ তার শ্বাসকার্য সম্পাদনের জন্য বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যবহার করে। ২. মানুষকে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়। ৩. মানুষের বেঁচে থাকার জন্য পুষ্টি ও খাবার প্রয়োজন। ৪. মানুষ ফসল ফলায় ও বাসস্থান নির্মাণ করে যার জন্য মাটির প্রয়োজন। ৫. এছাড়া মানুষের জীবনযাপনের বিভিন্ন পর্যায়ে বাসস্থান আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইতাদির প্রয়োজন হয় যা সাধারণত জড়বস্তু। 

+ Report
Total Preview: 873
roni bagane hatar shomoy dekhlo poka ghasho khacche, baganer baaঙ abar poka khacche, akhane udovedtheke pranite shakti probaher prokriyake ki bole? arup shakti probaho prokriyar akti udahoron dao. ai prokriya aktrit hoye ki toiri kare?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd