Question:উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পাঁচটি বাক্যে বর্ণনা কর। 

Answer উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পাঁচটি বাক্যে নিচে বর্ণনা করা হলো- ১. সকল প্রাণী উদ্ভিদ হতে খাদ্য গ্রহণ করে। ২. উদ্ভিদ কার্বন-ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে প্রাণী উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ৩. বিভিন্ন প্রাণী যেমন: পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। ৪. উদ্ভিদকে অনেক প্রাণী আবাসস্থল হিসেবেও ব্যবহার করে। ৫. প্রাণীর মলমূত্র, দেহ বিশেষ ইত্যাদি পরিবেশের উপাদান মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। 

+ Report
Total Preview: 2952
udovedo pranir paroshoparik nirvroshilta paঁchti bakje boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd