Question:শব্দ দূষণের একটি কারণ লেখ। হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট দুইটি প্রভাব লেখ। শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার দুইটি উপায় লেখ। 

Answer শব্দ দূষণের একটি কারণ হলো- উচ্চশ্বরে মাইক বাজানো। হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট দুইটি প্রভাব হলো- ১. কানে কম শোনা। ২. মাথা ব্যাথা করা। শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার দুইটি উপায় হলো- ১. উচ্চ শব্দের মাইক বাজানো বন্ধের ব্যবস্থা করা। ২. গাড়ি চালকরা যেন বিনা প্রয়োজনে হর্ণ না বাজায় সে ব্যাপারে তাদের সচেতন করা। 

+ Report
Total Preview: 1550
shobdh doূshner akti karon lekh. hothat uchch shobder karone manbodehe shisht duiti provabo lekh. shobdh doূshn theke rokha paoyar duiti upay lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd