Question:রহমান সাহেবের শিল্প কারখানাটি সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেন। এই জ্বালানি পরিবেশের কী ক্ষতি করে? পরিবেশের ওপর এর তিনটি প্রভাব লেখ। 

Answer রহমান সাহেবের শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানি হিসেবে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করেন। যা পরিবেশ দূষণ ঘটায়। পরিবেশের ওপর এর তিনটি প্রভাব নিম্নের দেওয়া হলো- ১. দুষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যেমন- ক্যান্সার, শ্বাসদজনিত রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি। ২. দুষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে। ৩. পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

+ Report
Total Preview: 681
rohoman shaheber shikalpo karokhanati shochl rakhte bivenno dhroner jibashomo jalani babohar karen. ai jalani paribesher ki khti kare? paribesher opar ar tinti provabo lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd