Question:সুবলদের গ্রামে বয়ে যাওয়া নদীর স্বচ্ছ পানি এখন কালো হয়ে গেছে। নদীর পানি এমন হওয়ার তিনটি কারণ লেখ। পানি স্বচ্ছ রাখতে সুবলদের দুইটি করণীয় উল্লেখ কর। 

Answer নদীর পানি দূষিত হওয়ার কারণ তিনটি হলো- ১. কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ নদীর পানিতে ফেলা। ২. পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য পানিতে ফেলা। ৩. গরু মহিষের গোসল করানো। নদীর পানি স্বচ্ছ রাথকে করণীয় দুইটি হলো- ১. কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশ ফেলার পূর্বে পরিশোধন করতে হবে। ২. নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। 

+ Report
Total Preview: 720
shubolder grame boye jaoya ndir shoboccho pani akhn kalo hoye geche. ndir pani amon hooyar tinti karon lekh. pani shoboccho rakhte shubolder duiti karoniy ullakh karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd