Question:শোভন সকালে গাছের পাতায় কিছু কিছু পানি দেখতে পায়। এ পানিকে কী বলে? কীভাবে এ পানির সৃষ্টি হয়? সৃষ্ট পানির প্রক্রিয়াকে কী বলে? 

Answer শোভন গাছের পাতায় যে পানি দেখে তাকে শিশর বলে। রাতে বায়ু যখন ঠাণ্ডা গাছের পাতার সংস্পর্শে আসে, তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে পানির ফোঁটায় পরিণত হয়। এই পানির ফোঁটা ভারি হওয়ায় তা ভূ-পৃষ্ঠে শিশির হয়ে গাছের পাতা বা ঘাসের ডগায় জমা হয়। এভাবে বাষ্প থেকে তরলে অর্থাৎ পানিতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। 

+ Report
Total Preview: 575
shobhn shokale gacher patay kichu kichu pani dekhte payo. a panike ki bole? kivabe a panir shishti hoyo? shisht panir prokriyake ki bole?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd