Question:মনির মাঝি নদীর পানি পানি নিরাপদে পান করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। তার এই নিরাপদ ব্যবস্থাকে কী বলে? তিনি কলসীতে পানি রেখেছেন। কলসীতে রাখা প্রক্রিয়াকে কী বলে? প্রক্রিয়াটি লেখ। 

Answer মনির মাঝির পানি নিরাপদ করার ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলে। তিনি নদীর পানি কলসীতে রেখে দেন। এই প্রক্রিয়াকে থিতানো বলে। পানি রেখে দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় পাত্রের তলায় তলানি জমেছে। উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন- বালি, কাদা ইত্যাদি সরানো প্রক্রিয়াটি হলো থিতানো। 

+ Report
Total Preview: 944
monir mazi ndir pani pani nirapade pan karar janno baboshotha grhon kare. tar ai nirapadbaboshothake ki bole? tini kalshite pani rekhechen. kalshite rakha prokriyake ki bole? prokriyati lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd