Question:পানি দূষণ কী? পানি দূষণের চারটি পানি দূষণের চারটি কারণ লেখ। 

Answer পানিতে কষতিকর কোনো পদার্থ বা জীবাণু মিশে যখন তা পানের বা ব্যবহারের অযোগ্য করে তোলে তখন তাকে পানি দূষণ বলে। পানি দূষণের প্রধান চারটি কারণ হলো- ১. পুকুর বা নদীর পানিতে বাসন-কোসন মাজা, গোসলকরা, ময়লা কাপড় কাটা, পায়খানা ইত্যাদি। ২. কলেরা, ডায়রিয়া, আমাশয়, আক্রান্ত রোগীর বিছানাপত্র ও জামা-কাপড় পানিতে ধোয়া। ৩. কলকারখানার বর্জ্য পানিতে ফেলা। ৪. কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে আশপাশের পানিতে মেশা। 

+ Report
Total Preview: 1404
pani doূshn ki? pani doূshner charoti pani doূshner charoti karon lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd