Question:পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় কীভাবে পরিবর্তিত হয় তা ৫টি বাক্যে লেখ।
Answer তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। করফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। পানিকে তাপ প্রয়োগ করলে তা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পুনরায় পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয়, তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়।
+ Report
pani ak oboshotha theke onno oboshothay kivabe pariborotit hoy ta ৫ti bakje lekh.