Question:ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? 

Answer বায়ুপ্রবাহ ভেজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। এ কাজটি সাধারণ ঘরের বাইরে করা হয়। কিন্তু বৃষ্টির সময় ঘরের বাইরে কাপড় শুকাতে দেওয়া যায় না। এমন অবস্থায় কাপড় দ্রুত শুকাতে আমরা ভেজা কাপড়কে ঘরের ভেতর দড়িতে ঝুলিয়ে দিতে পারি। এর পর বৈদ্যুতিক পাখা ছেড়ে দিলে যে বায়ুপ্রবাহিত হবে সেই বায়ুপ্রবাহে কাপড় দ্রুত শুকিয়ে যাবে। 

+ Report
Total Preview: 2371
bhেja kapaড় jot drut shombobo shukano proyojon. kintu baire brishti hocche. ghrer bhেtr kivabe amora drut kapaড় shukate pari?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd