Question:কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ু দূষিত করছে? 

Answer বিভিন্ন ধরনর পদার্থ যেমন- রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দূর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। মানুষ বিভিন্নভাবে বায়ু দূষিত করছে। যেমন- ১. মানুষ কলকারখানা চালাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। ২. মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে। ফলে এ থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষিত করছে। ৩. মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগ করে; এর ফলে বায়ু দূষিত হচ্ছে। 

+ Report
Total Preview: 1520
ki ki karone bayoু doূshit hoyo? manush kivabe bayoু doূshit karoche?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd