Question:বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে ব্যবহার করে? ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃষ্টিতে আমরা বায়ুর কোন উপাদানকে ব্যবহার করি? একজন মাঝি কীভাবে বায়ু প্রবাহকে কাজে লাগায়, তা একটি বাক্যে লেখ। দৈনন্দিন বায়ু প্রবাহের দুইটি ব্যবহার লেখ।
Answer বায়ুর কার্বন ডাইঅক্সাডি নামক উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে। ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃদ্ধিতে আমরা বায়ুর নাইট্রোজেন উপাদানকে ব্যবহার করি। একজন মাঝি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে পােোলা নৌকা চালায়।
দৈনন্দিন কাজে বায়ু প্রবাহের দুইটি ব্যবহার হলো-
১. বায়ু প্রবাহকে ব্যবহার করে বড় চড়কা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
২. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়।