Question:ধুমপান ক্ষতিকর কেন? বায়ুদূষণ রোধের তিনটি উপায় লেখ। 

Answer ধুমপানের ফলে, যেমন- কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে। বিড়ি সিগারেটের ধোঁয়া বায়ুকে দূষিত করে। ফলে যে ধুমপান করে না তারও ক্ষতি হয়। কেউ বন্ধ ঘরে ধুমপান করলে ঐ ঘরে থাকা মানুষের আরো বেশি ক্ষতি হয়। এসব কারণে ধুমপান ক্ষতিকর। বায়ু দূষণের ফলে রোগ সৃষ্টি হয়। পরিবেশের উপর বায়ুদূষণের দুটি প্রভাব হলো- ১. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ২. এসিড বৃষ্টি হচ্ছে। দুষণ প্রতিরোধে তিনটি করণীয় কাজ হলো- ১. জবিাশ্ম জ্বলানির অতিরিক্ত ব্যবহার কমানো। ২. ময়লা আবর্জনা পরিষ্কার করে গাছ লাগানো। ৩. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। 

+ Report
Total Preview: 954
dhumopan khtikr ken? bayoুdoূshn rodher tinti upay lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd