Question:তোমার মা বাতাসে ভেজা কাপড় শুকায়। এরূপ বায়ু প্রবাহের ৪টি ব্যবহার লেখ। এ প্রবাহ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে কী উৎপাদন করা যায়? 

Answer কাপড় শুকানোর মতো বায়ুপ্রবাহের ৪টি ব্যবহার নিম্নরূপ- ১. শরীর ঠাণ্ডা রাখতে বৈদ্যুতিক পাখার ব্যবহার। ২. ফসল ঝেঁড়ে পরিষ্কার করতে বায়ু প্রবাহ ব্যবহৃত হয়। ৩. পাল তোলা নৌকা চলতে সাহায্য করে। ৪. ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবহার। বায়ু প্রবাহ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। 

+ Report
Total Preview: 1113
tomar ma batashe bhেja kapaড় shukayo. arup bayoু probaher ৪ti babohar lekh. a probaho babohar kare tarobain ghuriye ki utpadon kara jayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd