Question:বায়ু কী? অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা চারটি বাক্যে লেখ। 

Answer পৃথিবীকে ঘিরে থাকা বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন গ্যাসীয় মিশ্র পদার্থই হলো বায়ু। অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয় চারটি বাক্যে হলো- ১. ডুবুরীরা যখন নদী বা সমুদ্রের নিচে কোনো কিছুর সন্ধানে ঘুরে বেড়ান তখন অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার করেন। পর্বতারোহী ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠে অক্সিজেনের পরিমাণ ততোই কমতে থাকে। তাই তারা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন। ৩. হাসপাতালে শাসকষ্টে রোগীদের সিলিন্ডারে অক্সিজেন সরবরাহ করা হয়। ৪. বিভিন্ন শিল্প কারখানায় আগুন জ্বালাতে অক্সিজেরেসিলিন্ডারের ব্যবহার প্রচলন আছে। 

+ Report
Total Preview: 989
bayoু ki? okoxিjen shilindarer proyojoneyota charoti bakje lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd