Question:বায়ুদূষণের পাঁচটি ক্ষতিকর প্রভাব লেখ। 

Answer বায়ুদূষণের পাঁচটি ক্ষতিকর প্রভাব হলো- ১. বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ২. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অনান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। ৩. বায়ু দূষণের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে। ৪. বায়ু দূষণের কারণে পরিবেশ ধোঁয়া ও ধুলময় হয়ে যায়। ৫. এছাড়াও বায়ু দূষণে পরিবেশের অন্যান্য উপাদানগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বিঘ্নিত হয়। 

+ Report
Total Preview: 1571
bayoুdoূshner paঁchti khtikr provabo lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd