Question:যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী পরিবর্তন হয়? 

Answer যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে টিভির এই প্লাগের ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয়। এই বিদ্যুৎ টিভির ভেতরের যন্ত্র দ্বারা আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে আমরা টিভির মাধ্যমে ছবি দেখতে পাই এবং সাথে সাথে শব্দও শুনতে পাই। 

+ Report
Total Preview: 1792
jokhn tive chalano hoy tokhn shaktir ki ki pariborotn hoyo?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd