Question:বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কীভাবে শক্তি সংরক্ষণ করা যায়? 

Answer বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রাদান করবে। এছাড়া বাড়ির চারপাশ গাছপালা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদ ও দেওয়ালকে উত্তপ্ত করবে। এতে গরমের অনুভূতি কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কম করা যাবে। এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়। 

+ Report
Total Preview: 1666
baড়িr ashepashe brikhropan kare kivabe shakti shongrokhn kara jayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd