Answer যার ওজন আছে, যা স্থান দখল করে ও বল প্রয়োগ করলে বাধা দেয় তাই পদার্থ। পদার্থ নানা করম হতে পারে। যেমন- মাটি, পানি, বাতাস ইত্যাদি। পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে।
আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করে থাকি যাতে করে শক্তির অপচয় হয়। যেমন-
১. অনেক সময় অপ্রয়োজনে ঘরের বৈদ্যুতিক বাতি, পাখা এগুলো চালিয়ে রাখি। এতে করে বিদ্যুৎ শক্তির অপচয় ঘটে।
২. অপ্রয়োজনে অগ্রসরে চুলা জ্বালিয়ে রাখার কারণে দেশের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে।
৩. আমাদের দেশে যানজটের কারণে প্রতিদিন প্রচুর তেল ও গ্যাস অপচয় হচ্ছে এবং এক্ষেত্রে অনেক যান্ত্রিক শক্তিরও অপচয় ঘটছে।