Question:পদার্থের ক্ষুদ্র তম কণিকার নাম লেখ। পানিপূর্ণ গ্লাসে এক টুকরা পাথর ফেললৈ, কিছু পানি উপচে পড়বে, এর পেছনে পদার্থের কোন বৈশিষ্ট্য কাজ করেছে তা একটি বাক্যে লেখ। ঝড়ের সময় গাছপালা নাড়ানোর পেছনে কোন শক্তি কাজ করে? বসত বাড়িতে শক্তির অপচয় বন্ধ করা যায় এমন দুটি পরামর্শ লেখ। 

Answer পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু। এখানে পদার্থের জায়গা দখলের বৈশিষ্ট্যটি কাজ করে। ঝড়ের সময় গাছপালা নাড়ানোর পেছনে বায়ুশক্তি কাজ করে। বসত বাড়িতে শক্তির অপচয় বন্ধ করা যায় এমন দুইটি পরামর্শ হলো- ১. প্রয়োজন শেষে বৈদ্যুতিক বাতি, পাখা, টিভি ইত্যাদির সুইচ বন্ধ রাখা। ২. রান্না শেষে গ্যাসের চুলা বা হিটারি বন্ধ রাখা। 

+ Report
Total Preview: 703
padarother khudra tomo kanikar namo lekh. panipaূron glashe ak tukra pathor phellৈ, kichu pani upache paড়be, ar pechone padarother kon boishishtjkajo kareche ta akti bakje lekh. ঝড়েr shomoy gachopala naড়anor pechone kon shakti kajo kare? boshot baড়িte shaktir opachy bondh kara jay amon duti paramorsho lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd