Question:সোলার প্যানেল কী? সম্পদের ব্যবহারের ৩টি পদ্ধতি লেখ। 

Answer সোলার প্যানেল এমন একটি যন্ত্র যা দিয়ে সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায়। কাচ ও বিশেষ মৌল দিয়ে এই প্যানেল তৈরি হয়। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সৌর প্যানেল ব্যবহার করে স্বল্প মাত্রায় সৌর বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। দিনের বেলায় এটি কাজ করে। এর সাহায্যে ব্যাটারি চার্জ হচ্ছে। দিনের এটি কাজ করে। এর সাহায্যে ব্যাটারি চার্জকরে রাখলে রাতেও এর সুবিধা ভোগ করা যায়। এতে পরিবেশের কোনোরূপ ক্ষতি হয় না। সম্পদের পরিকল্পিত ব্যবহার করতে তিনটি কৌশল অবলম্বন করা যেতে পারে। এগুলো হলো- প্রথমত, ব্যবহারের মাত্রা কমানো। বিকল্প সম্পদের ব্যবহারের মাধ্যমে এটি কারা যায়। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা। যেমন- বাড়িঘর, স্কুল, কলেজ, অপিস, কারখানায় সম্পদের অপচয় না করা। তৃতীয়ত, পুনঃব্যবহার এবং পুনরুৎপাদন। যা নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে করা যায়। 

+ Report
Total Preview: 714
sholar pajoanel ki? shomopader baboharer ৩ti padhti lekh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd