Question:জেমি তার গৃহস্থালি কাজে বিভিন্ন শক্তির ব্যবহার করে। এই শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হওয়াকে কী বলে? এর ৪টি পরিবর্তিত রূপ দেখাও। 

Answer শক্তির এক রূপ থেকে অন্য রূপের পরিবর্তন হলো শক্তির রূপান্তর। শক্তির ৪টি পরিবর্তিত রূপ নিম্নরূপ: ১. সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। ২. টেলিভিশন চালালে বিদ্যুৎশক্তি আলোক, তাপ, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ৩. কাঠ, কয়লা পোড়ালে তাপশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ৪. উদ্ভিদ খাদ্য তৈরির ক্ষেত্রে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। 

+ Report
Total Preview: 507
jemi tar grihoshothali kaje bivenno shaktir babohar kare. ai shakti ak rup theke onno rupe pariborotn hooyake ki bole? ar ৪ti pariborotit rup dekhao.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd