Question:পদার্থ ও শক্তির মধ্যে ৫টি পার্থক্য লেখ।
Answer পদার্থ ও শক্তির মধ্যে ৫টি পাথ্যক্য হলো- পদার্থ : ১. যার ওজন আছে, জায়গা দখল করে, তাই পদার্থ। ২. পদার্থকে সৃষ্টি বা ধ্বাংস করা যায়। ৩. আকার ও আকৃতি থাকে। ৪. এর তিনটি দশা বিদ্যমান। ৫. বাই, টেবিল হলো পদার্থের উদাহরণ। শক্তি : ১. কাজ করার সামর্থ্য হলো শক্তি। ২. শক্তিকে কেবল রূপান্তর করা যায়। ৩. কোনো আকার বা আকৃতি নেই। ৪. শক্তির নানান দশা থাকে। ৫. বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি হলো শক্তির উদাহরণ।
+ Report
padarotho o shaktir modhe ৫ti parothokjlekh.