Question:আমাদের দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের উপায় ৫টি বাক্যে লেখ। 

Answer আমাদের দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের উপায় ৫টি বাক্যে হলো- ১. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখা। ২. প্রয়োজনে অতিরিক্ত সময় রেফ্রিজাটেরের দরজা খোলা না রাখ। ৩. বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য গাছ লাগানো। ৪. বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। ৫. গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। 

+ Report
Total Preview: 1993
amader doinndin jibone shakti shongrokhner upay ৫ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd