Answer আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজ করে থাকি যাতে করে শক্তির অপচয় ঘটে। যেমন-
১. অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখার কারণে দেশের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে। পাশাপাশি রাসায়নিক শক্তির অপচয় হচ্ছে।
২. অনেক সময় অপ্রয়োজনে আমরা ঘরের বৈদ্যুতিক বাতি। পাখা, এগুলো চালিয়ে রাখি। এতে করে বিদ্যুৎ শক্তির অনেক অপচয় ঘটে।
৩. যানযটের কারণে প্রতিদিন প্রচুর তেল ও গ্যাসের অপচয় হচ্ছে। এক্ষেত্রে অনেক যান্ত্রিক শক্তিরও অপচয় ঘটছে।
৪. যেখানে সেখানে মাইক, লাউড স্পিকার, গান বাজনার মাধ্যমে আমাদের শব্দ দূষণ ঘটে এবং পাশাপাশি শব্দ শক্তিরও অপচয় ঘটে।
৫. অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মিটাতে কয়লা ও তেলকে ব্যবহার করে তাপশক্তি উৎপন্ন করা হয়। যা তাপ শক্তির অপচয়।