Question:হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুই-এর ভাঁজ ব্যবহার করা ভালো কেন? 

Answer হাঁচি-কাশির মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে। এসময় যদি রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকা হয় তখন জীবাণু রুমাল বা টিস্যুতে আটকা পড়ে। ফলে বায়ুতে জীবাণু ছড়ায় না। শুধু তািই নয় হাঁচি-কাশির সময় হাতের তালু ব্যবহার না করে হাদের উল্টোদিক এবং কনুই এর ভাজ ব্যবহার করলে জীবাণুর সংক্রমণ কম ঘটে। কারণ হাত ব্যবহার করলে এবং পরে সেই হাত দিয়ে কোনো কিছু ধরলে জীবাণু দ্রুত ছড়ায়। উল্টোদিক এবং কণুই এর ভাজ ব্যবহার করা ভালো। 

+ Report
Total Preview: 1150
haঁchi-kashir shomoy hat diye mukh ঢেke ba rumal babohar kare amora shongcramok rog protirodh karote pari. akkhetre hater talu babohar karar cheye hater ultো pith ba kanui-ar vaঁjo babohar kara valo ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd