Question:সংক্রামক রোগ কী? সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করা যায় চারটি বাক্যে লেখ।
Answer যেসব রোগ একজন মানুষ হতে অন্যজনে ছড়ায় তাদেরকেই সংক্রামক রোগ বলে। নিম্নোক্ত উপায়ে এ রোগ প্রতিরোধ করা যায়- ১. সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ২. নিয়মিত দাঁত-মাজা, নখ কাটা, হাত ধোওয়া ও গোসল করা। ৩. জামা-কাপড়, বালিশ, বিছানা, চাদর ইত্যাদি পরিষ্কার রাখা। ৪. যেখানে সেখানে কফ, থুতু না ফেলা।
+ Report
shongcramok rog ki? shongcramok rog kivabe protirodh kara jay charoti bakje lekh.