Question:সংক্রামক রোগ বিস্তারের ৫টি উপায় লেখ।
Answer সংক্রামক রোগ বিস্তারের ৫টি উপায় হলো- ১. হাঁচি-কাশির মাধ্যমে কিছু কিছু সংক্রামক রোগ ছড়ায়। ২. সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিসিন যেমন- গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদির মাধ্যমেও রোগ ছড়ায়। ৩. মশার মত পোকামাকড়ের বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমেও কিছু রোগ ছড়ায়। ৪. দুষিত খাবার গ্রহণ করলে সংকামক রোগ হতে পারে। ৫. রোগ জীবাণুযুক্ত দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে।
+ Report
shongcramok rog bitharer ৫ti upay lekh.