Question:অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে? 

Answer অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে সেগুলো হলো- ক. যান্ত্রিক প্রযুক্তি (ট্রাক্টর, সেট পাম্প, ফসল মাড়াই যন্ত্র ইত্যাদি) খ. রাসায়নিক প্রযুক্তি (রাসায়নিক সার ও কীটনাশক)। গ. জৈব প্রযুক্তি (অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকা-মাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ)। 

+ Report
Total Preview: 2268
okalpo shomoye odhik utpadoner janno manush kon kon krishi projukti babohar kare?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd